ডেন্টাল ভর্তি প্রস্তুতি | ২০২৩-২৪ সালের প্রশ্ন থেকে
ঘনিয়ে আসছে ডেন্টালের ভর্তি পরীক্ষার তারিখ। ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ডেন্টালের ২০২৩-২৪ সালের সমাধানসহ প্রশ্ন।
১. কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য?
(a) একাধিক কোষ গহ্বর থাকে (b) কোষপ্রাচীরে নানা নকশা দেখা যায়
( c) শুধুমাত্র জীবিত কোষে থাকে (d) তুলনামূলকভাবে নিউক্লিয়াস বড়
- কোন শৈবাল থেকে গবেষকগণ ন্যানো ফিল্টার তৈরী করেছেন?
(a) Sargassum (c) Pithophora
(b) Gracilaria (d) Spirulina
- কত সালে মাস্টারদা সূর্যসেনকে ফাসি দেয়া হয়?
(a) ১৯৩৪ (b) ১৯২৫ (c) ১৯৩২ (d) ১৯:৩০
- নিচের কোনটি ভাইরাসের উপকারী কাজ?
(a) সমুদ্রের CO শোষণ করা (b) খরগোশের প্রজনন বৃদ্ধি করা
(c) শুধুমাত্র জড় বৈশিষ্ট্য থাকা (d) ফুলের পাপড়িতে ছাপ দেওয়া
- চিরহরিৎ বনাঞ্চলের বৈশিষ্ট্য কোনটি?
- a) মাটি পুরাতন পলি দ্বারা গঠিত (b) মাটিতে লৌহ জাতীয় পদার্থ থাকে
(c) বৃষ্টিপাতের পরিমাণ 100-150 cm (d) মাটিতে জৈব যৌগ প্রচুর পরিমাণ থাকে
- ভাইরাসে কোনটি থাকে?
(a) নিউক্লিক এসিড (c) নিউক্লিয়াস
(b) সাইটোপ্লাজম (d) মাইটোকনড্রিয়া
- The number of auxiliary verbs in English is-
(a) twelve (b) fifteen
(c) eleven (d) thirteen
- টেরিস (Pteris) বিষয়ে কোনটি সঠিক?
(a) এটি হোমোস্পোরাস (b) টেরিস প্রজাতির সংখ্যা 100
(c) শুধুমাত্র যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে (d) এটি উভচর উদ্ভিদ
- কো-এনজাইম বিষয়ে কোনটি সঠিক?
(a) এনজাইমের সাথে সংযুক্ত ধাতব আয়ন (b) তাপমাত্রা সহন ক্ষমতা কম
(c) স্বতন্ত্রভাবে কাজ করতে পারে (d) অনেক ভিটামিনের কার্যকর রূপ
- কোনটি উদ্ভুত প্রোটিন?
(a) lipoprotein (b) fibrin
(c) flavoprolein (d) histone
- "শহীদ আসাদ দিবস" কোন তারিখে পালিত হয়?
(a) ২০ মার্চ (c) ২০ জানুয়ারি
(b) ২০ ফেব্রুয়ারি ( d) ২০ এপ্রিল
12 . কোনটি গলগি বডি (Golgi body)- এর বৈশিষ্ট্য?
(a) সমগ্র সাইটোপ্লাজমে জালিকা তৈরী করে (b) সাধারণত সংশ্লেষনে ও ক্ষরণে কাজ করে (c) আন্ত:কোষীয় পরিবহনে কাজ করে (d) সকল প্রকৃত কোষে উপস্থিত থাকে
- Which of the following words is in singular form?
(a) agenda (b) formulae (c) oases (d) radius
- কোন ব্যাকটেরিয়া বায়ুমন্ডলের গ্যাসীয় নাইট্রোজেনকে লবণে পরিণত করে মাটির উর্বরতা বাড়ায়?
(a) Streptococcus (b) E. coli (c) Acetobacter xylium (d) Pseudomonas
- প্রকৃত কোষ বিষয়ে কোনটি সঠিক?
(a) নিউক্লিয় বস্তুটি ক্রোমোসোম (b) অপেরনতন্ত্র বিদ্যমান
(c) শ্বসন প্রক্রিয়া সবাত এবং অবাত (d) নিউক্লিয় বস্তুটি নিউক্লিওয়েড বা DNA
16 . The synonym of 'impromptu' is-
(a) improper (b) direct (c) prepared (d) extempore
- কোন কোষপ্রাচীর স্থিতিস্থাপক
(a) কোলেনকাইমা (c) স্ক্লেরেনকাইমা
(b) ফ্লোয়েম (d) প্যারেনকাইমা
- নিচের কোনটির জন্য জিনোম সিকুয়েন্সিং সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য পদ্ধতি?
(a) সম্ভাব্য অপরাধী শনাক্তকরণ (b) পিতৃত্ব নির্ধারণ
(c) মৃতদেহ শনাক্তকরণ (d) ক্যান্সার নির্ণয়
19 . ঘাসের জন্য উপকারী মৌল কোনটি?
- আয়োডিন (c) সিলিকন
(b) বোরন (d) সালফার
20 . জিহ্বার কোন অংশ লবণাক্ততা স্বাদ গ্রহণ করে?
(a) অগ্র প্রান্ত (c) পার্শ্ব অংশ
(b) অগ্র-পার্শ্ব অংশ (d) মধ্য অংশ
- বিশ্বব্যাংক কোন তারিখে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসাবে তালিকাভুক্ত করে?
(a) ১ জুলাই ২০১৬ (b) ১ জুলাই ২০১৫
(c) ১ জুন ২০১৪ (d) ১ জুন ২০১৫
- লাইপোলাইটিক এনজাইম কোনটি?
(a) লেসিথিনেজ (c) ইলাস্টেজ
(b) অ্যামাইলেজ (d) কোলাজিনেজ
- The antonym of 'perpetual' is:
(a) permanent (c) genuine
- b) everlasting (d) momentary
- শ্বেত রক্তকণিকা ও লোহিত কণিকার অনুপাত কত?
(a) ১: ৭০০ (c) ৭০০ : ১
(b) ১: ২৫ (d) ২৫: ১
- জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে বলে-
(a) প্রকট বৈশিষ্ট্য (c) ফিনোটাইপ
(b) হেটারোজাইগাস (d) জিনোটাইপ
- বিএমআই-
(a) এর সাথে অসুস্থতার সম্পর্ক নেই b) 28.0 হলে ব্যক্তির ওজন স্বাভাবিক বুঝায়
(c) কিলোগ্রামে দেহের ওজন ও মিটারে উচ্চতার অনুপাত (d) তুলনামূলকভাবে এশিয়ান জনগোষ্ঠির বেশি
- To talk disrespectfully of sacred things is called.
(a) apostasy (b) heresy
(c) atheism (d) blasphemy
- হিমোগ্লোবিন বিষয়ে কোনটি সঠিক?
(a) প্রতিটি হিম অংশে এক অণু ফেরাস আয়রন থাকে (b) হিম ও গ্লোবিনের অনুপাত 1:20
(c) মূলতঃ CO, পরিবহন করে (d) হিমে লৌহ 25% 29
- প্যারাথরমোন (parathormone)-
(a) বৃক্কের ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতা কমায় (b) হৃৎক্রিয়া বৃদ্ধি করে
(c) প্রোটিন ও শর্করা বিপাক বৃদ্ধি করে ( d) ফসফেটের রেচন হার বৃদ্ধি করে
- বাংলাদেশের কোন উপজাতি (tribe) সংখ্যায় সবচেয়ে বেশী?
(a) সাওতাল (c) চাকমা
(b) রাখাইন (d) মারমা
- তরুণাস্থি (Cartilage) বিষয়ে কোনটি সঠিক?
(a) এর আবরণ পেরিকন্ড্রিয়াম (b) কলার গঠন অনমনীয়
(c) হ্যাভারসিয়ান তন্ত্র থাকে (d) কোষের আকার মাকড়সার জালের মত
- নিচের কোনটি শ্রেণির প্রাণীতে প্রতীপ রুপান্তর দেয়া যায়?
(a) Ascidiacea (b) Myxini
(c) Actinopterygii (d) Petromyzontida
- মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটি?
(a) লিথাল জিন (b) সমপ্রকটতা
(c) পরিপুরক জিন (d) অসম্পূর্ণ প্রকটতা
- কোন কোষটি ফ্যাগোসাইটোসিস করে?
(a) Basophils (c) T-cell
(b) Monocytes (d) NK cell
- ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট- এর নির্বাচনী
(a) কাস্তে (b) নৌকা
(c) গোলাপ ফুল (d) হারিকেন
36 . হৃৎপেশির বৈশিষ্ট্য কোনটি?
- পেশিতন্তু শাখা-প্রশাখাবিহীন
(b) সহজেই অবসাদগ্রস্থ হয়
(c) সারকোলেমা অস্পষ্ট ও অসম্পূর্ণ
(d) সংকোচনের ক্ষমতা মন্থর
- শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়?
(a) ব্রঙ্কাস (b) অ্যালভিওলাস
(c) ট্রাকিয়া (d) ব্রঙ্কিওল
- "Carry the day" means-
(a) defeat (b) win
(c) carry (d) lose
- Hydra-র কোন ধরনের চলনকে 'জোকা' চলন বলে?
(a) গ্লাইডিং (b) হাঁটা
(c) লুপিং (d) সমারসল্টিং
- নিম্নের কোন পেশি দেহের অংশকে উপরে উঠাতে সহায়তা করে?
(a) লিভেটর (c) ডিপ্রেসর
(b) অ্যাবডাকটার (d) রোটেটর
- মানুষের রেচন প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
(a) দেহের জন্য শক্তি বা এটিপি উৎপাদন করে (b) নাইট্রোজেনঘটিত বর্জ্য নিষ্কাশন করে
(c) জমাকৃত গ্লাইকোজেন ব্যবহার করে (d) অক্সিজেন প্রয়োজন হয়
- Choose the correctly spelled word:
(a) rendezvous (c) rondervous
(b) rondervoux (d) rindezvous
- CH3CH(OH)CH CHO এবং CH3COCH₂CH₂OH এর পার্থক্য করার জন্য কোন বিকারক ব্যবহার করা হয়?
(a) ফেহলিং দ্রবণ (Fehling solution) (b) লঘু H₂SO₄
(c) 2.4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজিন (d) অম্লীয় K2Cr2O7
- দুটি ভিন্ন তরলে কোন দ্রবের দ্রাব্যতার মাত্রা ভিন্ন হলে ঐ দ্রবকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কীরূপে পৃথক করা হয়।
(a) আংশিক কেলাসন (b) আংশিক পাতন
(c) পাতন (d) দ্রাবক নিষ্কাশন
- বাংলাদেশে মুদ্রা হিসাবে 'টাকা' কোন তারিখ চালু হয়-
(a) ৫ মার্চ ১৯৭২ (c) ৭ মার্চ ১৯৭২
(b) ২১ আগষ্ট ১৯৭২ (d) ৪ মার্চ ১৯৭২
- NTP তে 1.0 L গ্যাসের ভর 1.43 g হলে, গ্যাসটি কি?
(a) CO₂ (c) 02
(b) H₂ (d) N₂
- ন্যানো কণার পরিসর কোনটি?
(a) 0.54-0.67 nm (b) 1.0-100 nm
(c) 0.074-0.53 nm (d) 250-300 nm
- Fire burns. What kind of verb is 'burn'?
(a) causative (b) copulative
(c) intransitive (d) transitive
- প্রাকৃতিক গ্যাসে ইথেনের শতকরা হার কত?
(a) 1.21-3.95 (c) 8.54-10.59
(b) 5.21-7.95 (d) 15.44-20.35
- জৈব যৌগে -OH মূলক শনাক্তকরণে কোন বিকারক ব্যবহৃত হয়?
(a) Na₂CO, Solution (c) HCl
(b) NaOH (d) Na metal
- নিচের কোনটি পূণর্বিন্যাসের ফলে ইউরিয়া উৎপন্ন হয়?
(a) NH CNO (c) NH CNS
(b) NH COONH (d) NH,C-OH
- 10g FeSO, কে জারিত করতে কত গ্রাম K₂Cr₂O, লাগে?
(a) 3.87g (c) 6.44g
(b) 3.23g (d) 4.12g
- মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন "বীরশ্রেষ্ঠ"।
(a) ল্যান্স নায়েক মুন্সী আদুর রউফ (b) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
(c) মোহাম্মদ রুহুল আমিন (d) ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান
- কোন মূলকটি বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে?
(a) -CH, (b) -CHO
(c) -CN (d) –cl
- কোন যৌগে নাইট্রাইল কার্যকরী মূলক বিদ্যমান?
(a) NH CNO (b) CH3CN
(c) CCl,NO₂ (d) CH3NH2
- 100 ml 0.1 M Na2CO3 দ্রবণ তৈরী করতে কতটুকু Na₂CO₃ প্রয়োজন?
(a) 1.06 g (c) 1.57 g
(b) 1.22 g (d) 1.84 g
- পাকস্থলীর পাচক রসের pH 4.74 হলে H' আয়নের ঘনমাত্রা কত?
(a) 0.398 M (b) 0.0398 M
(c) 0.000018 M (d) 1.04 M
- The meaning of "to play fair":
(a) to play meely (b) to avoid cheating
(c) to play cordially (d) to play without quarrel
- 1.032 g O₂ এবং 0.573 g CO₂ মিশ্রণে CO₂ এর মোল ভগ্নাংশ কত?
(a) 0.832 (c) 0.167
(b) 0.713 (d) 0.287
- নিচের কোনটি জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করে?
(a) CH₂CH₂ (c) CH₂ = CHCI
(b) Cl₂C = CH2 (d) CICH CHCl
- 30°℃ এ কোন লবণের দ্রাব্যতা 5.0 g/L হলে 400ml সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে?
(a) 5g (c) 4g (a) মুন্সী আবদুর রউফ
(b) 3g (d) 2g
- বীরশ্রেষ্ঠদের মধ্যে কে নৌবাহিনীর সদস্য ছিলেন?
(a) মুন্সী আবদুর রউফ (b) মোহাম্মদ রুহুল আমিন
(c) মোহাম্মদ মোস্তফা কামাল (d) হামিদুর রহমান
- অ্যারোমেটিক যৌগে সংযোজন বিক্রিয়ার পদ্ধতি কি?
(a) free radical (b) nucleophilic
(c) electrophilic & free radical (d) electrophilic
- নিচের কোনটি ক্রোমিক এসিড মিশ্রণ?
(a) H2SO, K2Cr2O7 (c) H₂SO₄ + K2Cr2O7
(b) HClO, K2Kr2O7 (d) HClO3 + K2Cr2O7
- মানুষের শরীরের কোনো স্থানে ব্যবহার করা হয়? এসিড পড়লে কোন দ্রবণটি
(a) 5% KOH (c) 5% Na₂CO₃
(b) 5% NaHCO, (d) 5% NaOH
- তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জমুক্ত হবে?
(a) 5% KOH (c) 5% Na2CO3
(b) 5% NaHCO, (d) 5% NaOH
- 25°C তাপমাত্রায় 14g N₂ গ্যাসের গতিশক্তি কত?
(a) 1858 J (c) 185.88 J
(b) 1.8588 J (d) 18.588 J
- 250 cm³ 0.1 M H₂SO, দ্রবণে কত গ্রাম H₂SO₄ দ্রবীভূত থাকে?
(a) 5.42 g (c) 2.45 g
(b) 4.52 g (d) 2.98 g
- STP তে গ্যাসের মোলার আয়তন কত?
(a) 24.8 L (b) 22.8 L
(c) 24.4 L (d) 22.4 L
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-২" কি ধরনের স্যাটেলাইট হবে?
(a) ন্যাভিগেশন স্যাটেলাইট (b) আর্থ অবজারভেশন স্যাটেলাইট
(c) কমিউনিকেশন স্যাটেলাইট (d) ওয়েদার স্যাটেলাইট
- নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে?
(a) ArCHO (c) H-CHO
(b) (CH3)3C-CHO (d) CH3CHO
- কোনটি CH3-CO-CH, এর টটোমার (tantomer)?
(a) H₂C=CH(OH)CH2 (c) H₂C CH-CHO
(b) CH3C(OH) = CH2 (d) CH3CH=CHOH
- তামার (Cu) প্রমাণ বিজারণ বিভব কোনটি?
(a) +1.30 V (c) +0.34 V
(b) +1.36 V (d) +0.80 V
- What is the meaning of 'out of the woods"?
(a) out of the bush (b) free from difficultics.
(c) out of the way (d) out of jungle
- হাইড্রোজেন পরমাণুতে প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তরের শক্তির অনুপাত-
(a) 1:4 (c) 9:4
(b) 4:4 (d) 4:1